ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) গভীর রাতে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের জয়পুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মনিয়ন্ধ ইউনিয়নের হরিপুর গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে পারভেজ মিয়া (২৪), এবং একই এলাকার জয়পুর গ্রামের শাজাহান মিয়ার ছেলে মাহবুব মিয়া(৩৭)
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান,গত (২৩ ফেব্রুয়ারি) কসবা-আখাউড়া সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের দাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, দস্যুতা, অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে।
বিআরইউ