ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে অনুমোদনবিহীন বিএমবি ব্রিকস নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস ও থানা পুলিশ অংশ নেয়।
বোরহানউদ্দিনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান আমার সংবাদকে জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএমবি ব্রিকস নামক অনুমোদনবিহীন ইটভাটাটি কৃষিজমিতে স্থাপন করে ফসলি জমির মাটি ইট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহারের অভিযোগে এর মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া, ফায়ার সার্ভিসকে ইটভাটাটি বন্ধের নির্দেশনা দেয়া হলে তারা পানির মাধ্যমে চুলা ও কাঁচা ইট ধ্বংস করে কার্যক্রম বন্ধ করে দেয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
ইএইচ