রাজবাড়ী শহরের ২নং রেল গেইটে পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী নায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর দেড়টায় আনুষ্ঠানিকভাবে এ বাজার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে উদ্বোধন শেষে জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, "জেলা প্রশাসনের আয়োজনে এবং বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সহযোগিতায়, পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী এই নায্যমূল্যের বাজার উদ্বোধন করা হলো। পুরো মাস ধরে এই বাজার চলবে।"
এ সময় তিনি আরও জানান, "এখানে সরাসরি কৃষকরা কোনো খাজনা বা অতিরিক্ত খরচ ছাড়াই পণ্য বিক্রি করতে পারবেন। সাধারণ মানুষ নায্যমূল্যে সব ধরণের সবজি এখান থেকে কিনতে পারবেন।"
এছাড়া, টিসিবি`র একটি ট্রাকসেল বাজারে থাকবে, যেখানে প্রতিদিন ৮০০ জন মানুষ ৪৫০ টাকা দিয়ে টিসিবির তৈল, ডাল, ছোলা, চিনি সংগ্রহ করতে পারবেন।
পরে জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার ও অন্যান্য অতিথিরা নায্যমূল্যের বাজার পরিদর্শন করেন। এখানে পেঁয়াজ, পাতাকপি, কলা, তরমুজ, কুমড়া, মরিচ, কাচকলা, টমেটো, শশা, লাল শাক, ডাটা শাকসহ নানা ধরনের সবজি পাওয়া যাচ্ছে।
ইএইচ