নারায়ণগঞ্জের আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধা এবং মিল মালিক মুছা মিয়ার কাছে প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ার পর ওই মুক্তিযোদ্ধাকে মারধরসহ প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবক ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মুছা মিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনা ঘটেছে বুধবার সকালে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায়।
অভিযোগে বলা হয়েছে, ওই এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা মুছা মিয়ার মালিকানাধীন একটি সাইজিং ও একটি টেক্সটাইল মিল রয়েছে। বুধবার সকাল ১১টায় জিলানী, হানিফা, আমেনা এবং তাদের ২-৩ জন সহযোগী মিলের সামনে এসে মুছা মিয়ার কাছে মাসিক দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে মিল মালিকসহ তার পরিবারকে জানে মেরে ফেলার হুমকী দেয়া হয় এবং মিলে তালা লাগিয়ে দেয়ারও শাসিয়েছেন। চাঁদা দিতে রাজী না হলে তাকে মারধর করা হয়।
এই ঘটনায় মুক্তিযোদ্ধা মুছা মিয়ার পরিবারে আতংক ছড়িয়ে পড়েছে।
অভিযোগের পর আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানিয়েছেন, অভিযোগ প্রাপ্তির পর বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ