লালমনিরহাটে ভুট্টাক্ষেতে অজ্ঞাত নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৫:১৩ পিএম
লালমনিরহাটে ভুট্টাক্ষেতে অজ্ঞাত নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভারালদা এলাকায় একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ভুট্টাক্ষেতের মালিক লাশটি দেখতে পান।

পরে স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়রা দাবি করেছেন, এলাকার মধ্যে অপরিচিত কাউকে দেখা গেলে তা দ্রুত প্রশাসনকে জানানো উচিত। পুলিশ ইতোমধ্যে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালাচ্ছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, নিহত নারীর বয়স আনুমানিক ২৫-৩০ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের বিচ্ছিন্ন মস্তক উদ্ধারে অভিযান চলছে। তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা চাওয়া হয়েছে।

ইএইচ