কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটা বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
এছাড়া দুটি ভাটাকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় হাইকোর্ট বিভাগে রিট আদেশের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বন্ধ করা হয় মোট ৫টি অবৈধ ভাটা এবং সিলগালা করে সেগুলোর প্রধান ফটকে বন্ধের ব্যানার টানানো হয়।
বন্ধ করা ভাটাগুলি হলো- কেএমবি ব্রিকস, এএন্ডএইচ ব্রিকস, এনএসবি ব্রিকস, এএমবি ব্রিকস ও এজিএম ব্রিকস।
এছাড়া, দুইটি ভাটাকে জরিমানা করা হয়েছে। মান্নান মন্ডল ব্রিকসকে ১ লাখ টাকা এবং আইএমআর ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, "ভেড়ামারা উপজেলায় মোট ৪৪টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ৩০টি ভাটার কার্যক্রম হাইকোর্টের রিট পিটিশনের আওতায় রয়েছে। তিনটি ভাটার লাইসেন্স রয়েছে, তবে ১১টি ভাটার কোনো কাগজপত্র নেই। এদের মধ্যে পাঁচটি ভাটাকে আজ বন্ধ করা হয়েছে এবং আগামী অভিযানে বাকি অবৈধ ভাটাগুলোকে বন্ধ করা হবে। এই অভিযান চলমান থাকবে।"
ইএইচ