টাঙ্গাইলের মধুপুরে পৌর বিএনপির অধীনস্থ ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পৌর শহরের নাগবাড়ী মাদরাসা মাঠে এই মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক, সহ-সভাপতি লিলি সরকারসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সদস্যরা।
বিকল থেকেই নেতাকর্মীরা ইফতার মাহফিলে উপস্থিত হতে থাকেন, ফলে মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ফকির মাহবুব আনাম স্বপন জনসাধারণের সঙ্গে মাঠে বসে ইফতার করেন। এ দৃশ্য দেখে উপস্থিত জনতা আনন্দিত হন।
সুশৃঙ্খল পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়।
ইএইচ