পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩টায় মাটিরাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম।
বাজার মনিটরিং চলাকালীন সময়ে রমজানের বিশেষ পণ্যের বাজার দর যাচাই করা হয়।
খুচরা ও পাইকারি বিক্রেতাদের ক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন ও সহনীয় মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে মূল্য তালিকা সংরক্ষণ ও ক্রয় রশিদ না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কাজল পোলট্রিকে দুই হাজার টাকা এবং অলি পোলট্রিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজার মনিটরিং টাস্কফোর্সের সদস্য, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, উপজেলা নিরাপদ খাদ্য ও স্যানিটারি ইন্সপেক্টর মিজানুর রহমান, বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক আবু সাইম মুকুটসহ বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম জানান, জনস্বার্থে বাজারে নির্ধারিত মূল্যে পণ্যের বিক্রয় ও সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
ইএইচ