কুমারখালীতে যৌথ অভিযানে এক সন্ত্রাসীসহ দুই সন্দেহভাজন আটক

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৭:০৯ পিএম
কুমারখালীতে যৌথ অভিযানে এক সন্ত্রাসীসহ দুই সন্দেহভাজন আটক

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের চর সংশ্লিষ্ট এলাকায় পুলিশের সঙ্গে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে এক তালিকাভুক্ত সন্ত্রাসীসহ দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কয়া ইউনিয়নের বেড় কালুয়া, রায়ডাঙ্গা ও কয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের লক্ষ্য ছিল ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার পলাতক আসামি, মাদক ও অস্ত্র উদ্ধার। এতে থানা পুলিশ, ডিবি পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের বিশেষ অভিযানিক দল অংশগ্রহণ করে।

অভিযান শেষে বিকাল সাড়ে ৪টায় পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে আটককৃতদের বিষয়ে নিশ্চিত করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

ইএইচ