আখাউড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৭:৫৯ পিএম
আখাউড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে তসিব মিয়া (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তসিব ওই গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে খেলতে গিয়ে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তার মরদেহ ভেসে উঠতে দেখেন। পরে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. এম এইচ মামুন বলেন, "গঙ্গানগর গ্রামে একটি শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন থাকতে হবে।"

ইএইচ