ভাঙ্গুড়ায় দুটি ইটভাটা বন্ধ ঘোষণা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৮:০২ পিএম
ভাঙ্গুড়ায় দুটি ইটভাটা বন্ধ ঘোষণা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় লাইসেন্স না থাকায় ৩টি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স রয়েল এন্টারপ্রাইজ ও একতা ব্রিক ফিল্ড নামক দুইটি ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া মেসার্স রয়েল এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা, একতা ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা এবং বিইএল নামক ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজী, পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. আব্দুল মমিন, পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার জানান, "অবৈধভাবে মাটি সংগ্রহ এবং লাইসেন্স না থাকায় ইট প্রস্তুত ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ মোতাবেক ৩টি ভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, লাইসেন্স না থাকায় দুটি ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।"

ইএইচ