পোরশায় ৩ ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০১:২০ পিএম
পোরশায় ৩ ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নওগাঁর পোরশায় অনুমোদনহীন ৩ ইট ভাটা মালিককে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম এলাকার  মেসার্স কে. জে. কে. মেসার্স কে.ই.বি.সি. ও তেঁতুলিয়া ইউনিয়নের মেসার্স সেভেন স্টার  নামে তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস।

তিনি জানান, এ এলাকায় গড়ে ওঠা ইটভাটাগুলোর বেশিরভাগরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং সরকারি নিবন্ধন নেই। লাইসেন্সবিহীন এসব অবৈধ ইটভাটা পরিবেশের ক্ষতি করে ইট প্রস্তুত করছিল।  এসব ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি  জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স কে,জে,কে, ২০ হাজার মেসার্স কে. ই. বি. সি. কে ২০ হাজার ও মেসার্স সেভেন স্টারকে ৫০ হাজার টাকা সহ মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অন্যান্য অবস্থিত উপজেলার ইটভাটাগুলোতে  পর্যায়ক্রমে  এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিআরইউ