মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন যুবক নিহত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০১:২৩ পিএম
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন যুবক নিহত

ঝিনাইদহের মহেশপুরের সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছে। আজ ভোররাতে উপজেলার জিন্নাহনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায় দীর্ঘদিন ওই এলাকায় জসিম নামে এক মানসিক ভারসাম্যহীন চলাফেরা করতো। গেল ভোররাতে একটি দুরন্ত গতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জসিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ উদ্দিন জানান, পুলিশ ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে।

বিআরইউ