মাগুরার শ্রীপুর উপজেলার ৬ নম্বর কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক মো. আইয়ুব হোসেন খানকে আক্রমণ করে আহত এবং ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাঙচুরের ঘটনায় তিতাস আহমেদ কেবু (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
এছাড়াও অন্য একটি মামলায় আরও দুইজনকে আটক করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, গত বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে উপজেলার ঘাসিয়াড়া গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে তিতাস আহমেদ কেবু কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে ভাঙচুর চালায়। এ সময় চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন খান তাকে বাধা দিলে তাকে মেরে আহত করা হয়।
এ ঘটনায় বিকেলে চেয়ারম্যান আইয়ুব হোসেন বাদী হয়ে তিতাস আহমেদ কেবুকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতে ঘাসিয়াড়া গ্রামে অভিযান চালিয়ে মামলার আসামি তিতাস আহমেদ কেবুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন খান বলেন, "তিতাস আহমেদ এবং তার ভাই পিয়াস আহমেদ পিয়ালি দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় আমার নামে অপ্রকাশ্য ও প্রকাশ্যে অশালীন মন্তব্য করে আসছে। আমি কখনও তাদের কথার প্রতিবাদ বা উত্তর দিইনি। কেবু মাঝে মাঝে আমাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে। তবে গতকাল যা করেছে, তা ছিল মারাত্মক। সে বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর করেছে। আমি বাধা দিলে আমার ওপর আক্রমণ করে এবং আলমারি থেকে নগদ টাকা নিয়ে যায়। কেবু এখন পর্যন্ত অনেককে মারধর ও আহত করেছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।"
এ ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এবং আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ