দুর্গাপুরে কর্মচারীকে হত্যা করে ৭টি গরু নিয়ে গেল দুর্বৃত্তরা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৫:১১ পিএম
দুর্গাপুরে কর্মচারীকে হত্যা করে ৭টি গরু নিয়ে গেল দুর্বৃত্তরা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মো. জয়নাল মিয়া (৬৫) নামের এক ফার্মের কর্মচারীকে (পাহারাদার) ঘরের খুটির সাথে বেঁধে হত্যা করে দুর্বৃত্তরা সাতটি গরু নিয়ে গেছে।

বৃহস্পতিবার উপজেলার ককৈরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা এলাকায় মাহবুবুল হকের ফার্মে এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল মিয়া ওই এলাকার পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা এবং তিনি গত দুই মাস ধরে ফার্মের পাহারাদার হিসেবে কাজ করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল মিয়া ওই ফার্মে একা পাহারাদার হিসেবে কাজ করতেন। তার সাথে আরও দুই কর্মচারী এখানে কাজ করতেন। গতকাল রাত দশটার দিকে হেলাল নামের একজন পাহারাদার দিনের ডিউটি শেষ করে জয়নালকে রাতের ডিউটি বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান।

আজ সকালে হেলাল ফের ডিউটিতে ফিরে জয়নালের খোঁজ নিলে, তিনি গরুর খড়ের ঘরের পালার সাথে বাঁধা অবস্থায় মৃত অবস্থায় তাকে দেখতে পান। পরে তিনি ফার্মের মালিকসহ সবাইকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ফার্মের মালিক মাহবুবুল হক জানান, ফার্মে মোট ১১টি গরু ছিল, তবে ৭টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা এবং কর্মচারী জয়নালকে মেরে ফেলা হয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম বলেন, "গত রাত দশটার পর থেকে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আজ সকালে যখন পাহারাদার হেলাল কাজ শুরু করতে আসে, তখন তিনি দেখতে পান গরুর খড়ের ঘরের দরজা খোলা এবং সাতটি গরু গায়েব। এরপর তিনি জয়নাল মিয়াকে খোঁজ করতে গিয়ে তাকে মৃত অবস্থায় খুঁজে পান।"

তিনি আরও জানান, "এ ঘটনার তদন্ত ও রহস্য উদঘাটনের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।"

ইএইচ