গাজীপুরের কোনাবাড়িতে ফুটপাত দখল করে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে কোনাবাড়ি থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কোনাবাড়ি বাজার ও ফ্লাইওভারের নিচে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এ সময় অভিযানের নেতৃত্ব দেন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
উচ্ছেদ অভিযান শেষে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, "ঈদকে সামনে রেখে যারা কোনাবাড়ি এলাকায় ফুটপাত ও ফ্লাইওভারের নিচে অবৈধভাবে দোকান বসাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ইএইচ