নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান দিনাজপুরের বালুবাড়ি পাওয়ার হাউজ নেসকো-২ কার্যালয় পরিদর্শন করেছেন।
শুক্রবার সকালে তিনি কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে নেসকো-২ এর নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক ফুল দিয়ে ব্যবস্থাপনা পরিচালককে শুভেচ্ছা জানান।
এ সময় নেসকো জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মো. কামরুল হায়দারসহ নেসকোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় খলিলুর রহমান কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি নেসকোর সেবার মান উন্নত করতে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
ইএইচ