নাটোরের বাগাতিপাড়ায় ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আজম আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বিদ্যুৎনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আজম আলী নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া মোল্লাপাড়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।
শুক্রবার র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫ রাজশাহীর সার্কেল অ্যাডজুট্যান্ট কামরুজ্জামান চৌধুরী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে বাগাতিপাড়ার দয়ারমপুর ইউনিয়নের চন্দ্রখৈর বিদ্যুৎনগর বাজার এলাকায় আজম আলী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারের পর আজম আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করা হয় এবং তাকে থানার কাছে হস্তান্তর করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, "শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত আজম আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"
ইএইচ