ভৈরবে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ রেস্টুরেন্টকে অর্থদণ্ড

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৭:০২ পিএম
ভৈরবে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ রেস্টুরেন্টকে অর্থদণ্ড

কিশোরগঞ্জের ভৈরবে স্বাস্থ্যবিধি অমান্য করে ইফতার সামগ্রী বিক্রির দায়ে ৩টি হোটেল ও রেস্টুরেন্টকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকাল ৫টায় পৌর শহরের বঙ্গবন্ধু সরণি এলাকা ও ভৈরব বাজারের চক বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি।

অভিযানে সহযোগিতায় ছিলেন ভৈরব থানা পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজান মাসের শুরু থেকে বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসন। ইতিমধ্যে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি অমান্য করায় পৌর শহরের বঙ্গবন্ধু সরণি এলাকায় বিসমিল্লাহ হোটেলকে ২ হাজার, চক বাজার এলাকায় আম্মাজান হোটেলকে ৩ হাজার ও আব্বাজান হোটেলকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি বলেন, "রমজান মাসে ভৈরবের অধিকাংশ হোটেল ও রেস্টুরেন্ট ইফতার বিক্রি করে থাকে। কিন্তু এই হোটেলগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। তাদের হাতের গ্লাভস, মুখে মাস্ক এবং টুপি ব্যবহার করা হচ্ছিল না। ভোক্তাদের সঠিক সেবা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। হোটেল মালিকদের সতর্ক করা হয়েছে এবং অর্থদণ্ড দেয়া হয়েছে। পুরো মাসজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"

ইএইচ