নেত্রকোণায় ৩১ বিজিবির অভিযানে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৮:২৫ পিএম
নেত্রকোণায় ৩১ বিজিবির অভিযানে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান শুক্রবার বিকেলে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের কচুগড়া বিওপির ৬ সদস্যের একটি টহল দল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের সময় ভারতীয় সীমান্তবর্তী বাষানকুড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৮২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।

অপরদিকে মাধুপাড়া বিওপির একটি টহল দল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী  জয়রামপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করে।

জব্দকৃত এসব মদ আজ শুক্রবার দুপুরে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরএস