নোয়াখালীতে সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০২:৫১ পিএম
নোয়াখালীতে সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালীতে প্রয়াত সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাবের শহীদ এস্কান্দার কচি মিলনায়তনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নোয়াখালী জেলা শাখার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। 
সংগঠনের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজ্জামেল হোসেন কামালের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক মাওলানা বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেন বুলবুল।

এছাড়া, মরহুম সাংবাদিকদের স্মরণ করে বিশেষ আলোচনায় অংশ নেন নোয়াখালী ফোরামের উপদেষ্টা আলমগীর ইউছুফ, মেসবাহ-উল হক মিঠু, আমিরুল ইসলাম হারুন, নাসির উদ্দিন মাহমুদ বাদল, সাইফুল্লাহ কামরুলসহ অনেকে।

ফোরামের সহ-সভাপতি জহিরুল হক জহির, যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ, মনির হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া রাহাত, দপ্তর সম্পাদক আজিজ আহমদসহ বিভিন্ন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা এ আয়োজনে উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রথম আলোর নোয়াখালী জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক মাহবুব রহমান, ইউনুস বাহার, আবদুল মোতালেব, বোরহান উদ্দিন, আবদুল্লাহ ও ইমাম হোসেনসহ অনেকে অনুষ্ঠানে অংশ নেন।

সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং মরহুমদের স্মরণে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

ইএইচ