কুষ্টিয়ায় পাবলিক লাইব্রেরী মাঠে মেলা আয়োজন নিয়ে প্রতিবাদ

কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৩:১৩ পিএম
কুষ্টিয়ায় পাবলিক লাইব্রেরী মাঠে মেলা আয়োজন নিয়ে প্রতিবাদ

কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরী মাঠে বাণিজ্য মেলা আয়োজনকে কেন্দ্র করে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

ব্যবসায়ীদের দাবি, এই মেলা তাদের জন্য আর্থিক ক্ষতির কারণ হবে, কারণ এখানে বাইরের ব্যবসায়ীরা নিম্নমানের পণ্য নিয়ে আসবেন, যা স্থানীয় বাজারের স্বাভাবিক ব্যবসায় প্রভাব ফেলবে।

কুষ্টিয়া এনএস রোড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন জানান, পাবলিক লাইব্রেরী মাঠে এই মেলা হলে কুষ্টিয়ার স্থানীয় ব্যবসায়ীরা লোকসানে পড়বেন। ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে, যেখানে মেলা বন্ধের দাবি জানানো হয়েছে।

প্রশাসন মেলা বন্ধের নির্দেশ দিলেও মাঠে এখনও স্টল ও দোকানপাট বহাল রয়েছে।

ব্যবসায়ীদের পাশাপাশি কুষ্টিয়ার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও এই মেলার বিরোধিতা করছে।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ বলেন, "এই মেলা স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থের পরিপন্থী। জেলা প্রশাসন যদি অনুমতি দেয়, তাহলে আমরা তীব্র প্রতিবাদ জানাবো।"

এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সাংবাদিকদের মতে, পাবলিক লাইব্রেরী মাঠে এর আগে কখনও সাংবাদিকদের নামে এমন মেলা আয়োজন করা হয়নি। এ বিষয়ে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠন সচেতনতা তৈরি করছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ইএইচ