হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সিকন্দরপুর গ্রামে আওয়ামী যুবলীগের ৯নং পুকড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জহুর আমিন ও তার ভাইদের বিরুদ্ধে নিরীহ পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা বৃহস্পতিবার হবিগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জহুর আমিন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে নিরীহ ও শান্তিপ্রিয় মানুষের ওপর নির্যাতন, জায়গা দখলসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, তিনি অতীতে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সেই সুযোগ কাজে লাগিয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে সুবিধা আদায় করতেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জহুর আমিনের নেতৃত্বে তার অনুসারীরা আন্দোলনকারী ছাত্র-জনতা ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
এছাড়া, স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তিনি তার অপরাধমূলক কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী আবুল কালাম জানান, তার পৈতৃক সম্পত্তি বানিয়াচং উপজেলার দক্ষিণ সিকন্দরপুর মৌজার এস.এ ৮৭নং খতিয়ানের ৮৯৮নং দাগ এবং আর.এস ৫২নং খতিয়ানের ৮৩১নং দাগের ০.৫০ অংশের ভূমির ওপর জহুর আমিন ও তার পরিবার দখলের চেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয়, ভূমি জবরদখল করতে ব্যর্থ হয়ে তার পরিবারকে প্রাণনাশের হুমকিও দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ইএইচ