যশোরে ছেলের হাতে বাবা, ভাইয়ের হাতে ভাই খুন

যশোর ব্যুরো প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৩:৫১ পিএম
যশোরে ছেলের হাতে বাবা, ভাইয়ের হাতে ভাই খুন

যশোর সদর উপজেলার যোগীমাঠপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে সকালে চৌগাছায় ছেলের হাতে বাবা খুন হন। নিহত শহিদুল ইসলাম মৃত আজহার বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শহিদুল ইসলাম ধানের ক্ষেতে পানি দিচ্ছিলেন। এ সময় তার চাচাতো ভাইয়েরা পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা চালায়। তারা কোদালের আছাড়ি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।

এছাড়া, যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দ্বের জেরে আজ ভোরে ছেলের হাতে পিতা শরিফুল ইসলাম (৪২) খুন হয়েছেন।

ঘটনাটি ঘটে শনিবার ভোর সাড়ে ৪টায় উপজেলার পাতিবিলা গ্রামে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলে রিমন (২২) পলাতক রয়েছে।

ইএইচ