কুড়িগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম শহরের ত্রিমোহনীতে ৪৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, জেলার নাগেশ্বরী পৌরসভার ভাই-ভাই মোড় এলাকার আজিজ উল্লাহর ছেলে আলতাফ হোসেন (৪৮)।
জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযানে শহরের ত্রিমোহনী মোড় থেকে রাজারহাটের দিকে মাদক বহনকালে আলতাফ হোসেনকে হাতেনাতে মাদকসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল, ব্যবহৃত মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
পরে আটককৃত মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ