মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শনিবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটি।
আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শিশু থেকে শুরু করে সব বয়সের নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষকদের বিচারের আওতায় না আনার কারণে দেশে ধর্ষণের ঘটনা বাড়ছে। এ সময় ধর্ষকদের গ্রেপ্তার করে তাদের কঠোর শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি ধর্ষকদের ফাঁসির মতো শাস্তি ও ৫ দফা দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা সদস্য সচিব ওয়াহিদুর রহমান, জেলা মুখপাত্র সুমি হক, যুগ্ম আহবায়ক সুলাইমা সিফাসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে নগরীতে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
ইএইচ