ফেনীতে নারী দিবসে আলোচনা সভা

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৫:১৬ পিএম
ফেনীতে নারী দিবসে আলোচনা সভা

ফেনীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরীন কান্তা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাছরিন আক্তার।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন।

এ সময় জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলাই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ১০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

ইএইচ