ঘাগড়া জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৭:৫৩ পিএম
ঘাগড়া জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের ফজিলত ও করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫নং ও ৬নং ওয়ার্ড জামায়াতের যৌথ আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তা জসিম উদ্দিন ও ৫নং ওয়ার্ড সভাপতি কায়সার আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমির মাওলানা আজিজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. নাজমুল ইসলাম।

এছাড়া (কিশোরগঞ্জ-২ কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মনোনীত প্রার্থী মাওলানা মো. শফিকুল ইসলাম মোড়ল উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল জব্বার, চন্ডিপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল্লাহ আনসারী, সহ-সভাপতি লুৎফুর রহমান, সেক্রেটারি মাওলানা মো. ইলিয়াস হোসাইন, চন্ডিপাশা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

বক্তারা মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন, রমজানের গুরুত্ব ও শিক্ষা, যাকাত ও ফিতরার তাৎপর্য এবং আদায়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

ইএইচ