ফেনীতে দুই বছরে তিনটি মসজিদ কমিটি গঠন

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৮:০৩ পিএম
ফেনীতে দুই বছরে তিনটি মসজিদ কমিটি গঠন

ফেনী শহরের পাঠানবাড়ি এলাকায় নবনির্মিত হযরত আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদের উদ্বোধনের আগে স্থানীয় কয়েকজন ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোতওয়াল্লির কমিটিকে উপেক্ষা করে একপক্ষীয়ভাবে একটি কমিটি ঘোষণা করেন।

এতে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে বিতর্কিত সেই কমিটিতে কিছু পরিবর্তন এনে সম্প্রতি নতুন কমিটি গঠন করা হয়। ফলে মসজিদ নির্মাণের দুই বছরে তিনটি কমিটি গঠিত হলো।

নতুন কমিটির সভাপতি করা হয়েছে আলহাজ্ব মনির উদ্দিন খান সেলিমকে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন নূর উল্লাহ খান ও হাজী মো. মোস্তফা। সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন মো. ওমর ফারুক ভূঞা বেলাল, জয়েন্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল বাকী মাছুম এবং ক্যাশিয়ার শহীদুল আলম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন মোরশেদ, সাংবাদিক মুহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় গোলাম আজম খান আজাদ, আমিনুল ইসলাম, আকতার হোসেন, আবু আহমদ পাটোয়ারী, কামাল উদ্দিন বাহার, আবুল কাশেম, নুর আহমদ, মজিবুর রহমান, নাছির উদ্দিন, মজুমদার ও উজ্জ্বল।

এ ছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন- মাওলানা আবদুস সাত্তার, জহির উদ্দিন খান জিন্নাহ ও জালাল উদ্দিন বাবলু।

জানা যায়, প্রবাসী আবুল কাশেম সরকার প্রায় আড়াই কোটি টাকা মূল্যের জমি দান করেন মসজিদ নির্মাণের জন্য। পরবর্তীতে পাঠানবাড়ি এলাকার প্রবীণ আলেম মাওলানা মুহাম্মদ আবদুস সাত্তারকে সভাপতি, ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ওমর ফারুক ভূঞা বেলালকে সেক্রেটারি এবং আনসারী হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল বাকী মাছুমকে কোষাধ্যক্ষ করে সাত সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করা হয়।

২০২১ সালের ১৩ আগস্ট প্রস্তাবিত মসজিদটির জায়গায় নবগঠিত কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন মাওলানা আবদুস সাত্তার। এতে মোতওয়াল্লি আবুল কাশেম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

২০২১ সালের ২ অক্টোবর মাওলানা আবদুস সাত্তারের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল (সা.) মাওলানা ছাইয়্যেদ মো. আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল-মাদানী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২০২৩ সালের ১৭ মার্চ জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে হযরত আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদের উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের আগে কিছু ব্যক্তি নিয়ম-নীতি উপেক্ষা করে নিজেদের সমর্থকদের নিয়ে একটি নতুন কমিটি ঘোষণা করেন, যা নিয়ে মুসল্লি ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এক মুসল্লি জানান, মসজিদ চালুর পর থেকে তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ এখানে আদায় করছেন, তবে নতুন কমিটির অনেক সদস্যকে মসজিদে নামাজ পড়তে দেখা যায় না, এমনকি ঈদের নামাজেও তারা অনুপস্থিত ছিলেন।

মসজিদ কমিটির সেক্রেটারি ওমর ফারুক ভূঞা বেলাল জানান, মসজিদ পরিচালনার জন্য এবার কিছু পরিবর্তন এনে দায়িত্বশীলদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বয়স বিবেচনায় মাওলানা আবদুস সাত্তারকে সভাপতি থেকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাবেক সভাপতি মাওলানা আবদুস সাত্তার জানান, মোতওয়াল্লি আবুল কাশেম সরকার তাকে সভাপতি হওয়ার অনুরোধ জানালে তিনি রাজি হন এবং মসজিদের কার্যক্রম শুরু করেন। তবে মসজিদ উদ্বোধনের আগে স্থানীয়ভাবে এক জরুরি সভা ডাকা হয়, যেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি আলহাজ্ব মনির উদ্দিন খান সেলিমকে সভাপতি ঘোষণা করেন।

ইএইচ