উলিপুরে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৭:৪৯ পিএম
উলিপুরে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দূর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুজন হলো বকিয়ত আলীর পুত্র প্লাবন (১৮), আবু বক্করের পুত্র সৌরভ (২০)। ঘটনাটি ঘটেছে রোববার (৯ মার্চ) দুপুরে তবকপৃর ইউনিয়নের নিরাশির পাথার নামক স্থানে। নিহত দুইজনেরই বাড়ি উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম ও সিদ্ধান্ত মালতী গ্রামে এবং দুইজন এসএসসি পরিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চিলমারী থেকে উলিপুরের উদ্দেশ্যে জিকসার নামক হোন্ডায় প্লাবন ও সৌরভ আসতেছিলো। এমন সময় দ্রুতগামী মাটিভর্তি একটি ট্রাক্টর পিছন থেকে চলন্ত হোন্ডাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্লাবন ও সৌরভ ছিটকে পড়ে যায়। সৌরভ ঘটনাস্থলেই মারা যায় এবং প্লাবনকে গুরতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডাঃ আইরুন জানান, পরিক্ষা নিরিক্ষা করে দেখা গেছে প্লাবন দুর্ঘটনা জনিত কারনে পথেই মারা গেছেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, নিহতদের পরিবার থেকে অভিযোগ পাওয়া গেছে মামলা প্রক্রিয়াধীন। 

আরএস