বনশ্রীতে গুলি করে স্বর্ণ ছিনতাই

বাউফলের ছাত্রলীগ ও শ্রমিক দলের দুজন গ্রেফতার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৮:০১ পিএম
বাউফলের ছাত্রলীগ ও শ্রমিক দলের দুজন গ্রেফতার

রাজধানীর বনশ্রী এলাকায় ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার (৮ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এই তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে আমিনুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বাসিন্দা ইকবার মৃধার ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য।

এছাড়াও গ্রেফতার হওয়া আরেকজনের নাম সুমন মোল্লা। তিনি ওই ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামের বাসিন্দা শাহজাহান মোল্লার ছেলে। তিনি আবার ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-দফতর সম্পাদক।

ছাত্রলীগকর্মী আমিনুল আগেও একাধিকবার ডাকাতির অভিযোগে গ্রেফতার হয়েছিল বলে জানা গেছে। তার বিরুদ্ধে ডাকাতদলকে আশ্রয়, অস্ত্রের যোগান ও ডাকাতির নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে। পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ স্বীকার করে আমিনুল জবানবন্দি দিয়েছিলেন বলেও জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দিনে রাজনৈতিক সভা-সমাবেশে ব্যস্ত থাকতেন আমিনুল ইসলাম। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে পরিচিত মুখ তিনি। এদিকে, আমিনুলের সাথে পটুয়াখালী-২ আসনের সাবেক এমপি আ স ম ফিরোজ, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ আওয়ামী নেতাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক আতিকুল ইসলাম বলেন, আমিনুল একজন পেশাদার ডাকাত। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

প্রসঙ্গত, এ ঘটনায় ছয়জনকে গ্রেফতারের সময় অস্ত্র, দুই রাউন্ড গুলি, স্বর্ণালংকার, নগদ টাক ও ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে বাড়ির সামনে গুলি করে দুর্বৃত্তরা। এ সময় দুইশত ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরএস