দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি আহত ২০

সৈদুর রহমান তালুকদার, দিরাই (সুনামগঞ্জ) প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৮:১৫ পিএম
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি আহত ২০

সুনামগঞ্জের দিরাইয়ে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২০ জন।  রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান ও সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম এবং গ্রামের মুক্তিযোদ্ধা সফিক চৌধুরী ও আশিক মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আশিক ও সফিক মিয়ার পক্ষের ১৯ জন গুলিবিদ্ধ হন।  

জানা যায় উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফুর ও সাবেক ইউপি সদস্য আব্দু সালাম ও অপর পক্ষ মুক্তিযোদ্ধা শফিক চৌধুরী ও আশিক মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়াদি নিয়া বিরোধ চলে আসছিল এই ধারাবাহিকতায় কিছু দিন আগে ইউপি সদস্য আব্দুস সালাম একই গ্রামের আল ফারুক চৌধুরীর জায়গা কিনতে ব্যর্থ হলে এবং জায়গা আশিক মিয়া কিনে নিলে বিষয়টি চেয়ারম্যানের গ্রুপ মেনে নিতে পারিনি। এবং পূর্ব বিভিন্ন বিষয়াদি নিয়া বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে  এরই ধারাবাহিকতায় আজ সকাল ৯টায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ একপর্যায়ে  লুৎফুর রহমানের লোকজন অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়া অপর পক্ষের লোকদের হামলা চালালে সফিক চৌধুরী ও আসিক মিয়ার পক্ষের ১৯ জন গুলিবিদ্ধ আহতরা হলেন শিশু মুন্না মিয়া (১৫), আমিরুল (২৫), শিশু বিজয় (১৪), মোজাক্কির (৪২), আব্দুস সত্তার (৫০), তোফায়েল (৩৮), মরম মিয়া (৬০), ছাতির মিয়া (২০), মাছুম (২০), জাহিদ (২৬), জয় ইসলাম (২০), সাফিজুল (১২), পাভেল (৪২), শাহরুক (২১), জাহিদ (২৩), শাহ আলম (৭০), বারেক রুবেল (৪০), টিপু মিয়া (২৬) ইদন মিয়া (১০৩) ছুনু মিয়া (৬০)। আহতদের প্রথমে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে আসলে গুলিবিদ্ধ   ১৯ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে আমি পৌছি এবং পরিস্থিতি শান্ত রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, সংঘর্ষের পর পুরো গ্রাম পুরুষ শূন্য অবস্থায় আছে।

আরএস