কুড়িগ্রাম সদর হাসপাতালের সমস্যা সমাধানের দাবিতে স্মারকলিপি প্রদান

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ১০:১৭ পিএম
কুড়িগ্রাম সদর হাসপাতালের সমস্যা সমাধানের দাবিতে স্মারকলিপি প্রদান

২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখা।

রোববার আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতারা বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিমন, জাহিদ হাসান, মুখ্য সংগঠক সাদিকুর রহমান, মুখপাত্র জান্নাতুল তহুরা তন্নী, সংগঠক আলমগীর হোসেন, সদর উপজেলা আহ্বায়ক খন্দকার আল ইমরান এবং সদস্য সচিব মাহমুদুল হাসান মুহি।

বক্তারা হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান।
অভিযোগ ও পূর্বের উদ্যোগ

গত ৯ ডিসেম্বর সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের চেম্বারে না পাওয়া, অকেজো পরীক্ষার যন্ত্রপাতি, ওষুধ সংকটসহ বিভিন্ন অব্যবস্থাপনার চিত্র দেখতে পান। পরে ৪ জানুয়ারি এক শিক্ষার্থী এসব সমস্যার দ্রুত সমাধানের দাবিতে অনশন করেন। সেদিন হাসপাতালের তত্ত্বাবধায়ক সকল সমস্যা সমাধানের জন্য দুই মাস সময় নেন।

তবে দুই মাস পার হলেও দৃশ্যমান কোনো উন্নতি না হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুনরায় মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ইএইচ