ককটেল বিস্ফোরণের পর স্বর্ণের দোকানে ডাকাতি, ব্যবসায়ী নিহত

আশুলিয়া প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ১২:৪২ এএম
ককটেল বিস্ফোরণের পর স্বর্ণের দোকানে ডাকাতি, ব্যবসায়ী নিহত

ঢাকার সাভারের আশুলিয়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে।

রোববার রাত ৯টার দিকে নয়ারহাট এলাকার স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে। নিহত দিলীপ দাস (৫২) আশুলিয়ার গোপীনাথপুর এলাকার মৃত দুলাল দাসের ছেলে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের সময় দোকান বন্ধ করার মুহূর্তে চার সদস্যের এক ডাকাত দল দোকানে হামলা চালায়। তারা স্বর্ণ ব্যবসায়ী দিলীপকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার হাতে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত একটি প্রাইভেটকারে করে পালিয়ে যায়। যাওয়ার সময় আতঙ্ক সৃষ্টির জন্য একটি ককটেল বিস্ফোরণ ঘটায় ডাকাতরা।

পরে স্থানীয়রা আহত অবস্থায় দিলীপকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মেরাজুর রেহান পাভেল জানান, দিলীপ দাসকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। তার শরীরে গুরুতর জখম ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

ইএইচ