চট্টগ্রামের সাতকানিয়ায় এনএসআইয়ের সহযোগিতায় ৭০০ পিস ইয়াবাসহ পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতের নাম মোহাম্মদ আবু বক্কর (৩৯)।
সে উপজেলার কেরানিহাটের নিকটবর্তী কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাড়িঘাটা নামক এলাকার মো. আব্দুস সোবহানের পুত্র।
রোববার রাত দশটায় কেরানিহাট এলাইট হাসপাতালের সামনে থেকে ইয়াবা ক্রয় বিক্রয়ের সময় এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
যার স্থানীয় মূল্য দুই লাখ দশ হাজার টাকা বলে এনএসআই সদস্য রাসেল শেখ জানিয়েছেন।
এ ঘটনায় সাতকানিয়া থানায় সোমবার একটি মামলা রুজু হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।
এদিকে ইয়াবাসহ বক্কর গ্রেপ্তার হওয়ার খবরে কেরানিহাটে আলোচনার ঝড় ওঠেছে।
ইএইচ