গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ১২:৫৮ পিএম
গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি"—এই প্রতিপাদ্যে গুরুদাসপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫।

সোমবার সকাল ১১টায় র‍্যালি, ফায়ার সার্ভিস মহড়া ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা হারুনুর রশীদ, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, বিএডিসি প্রকৌশলী সাইদুর রহমান এবং গুরুদাসপুর থানার এসআই আবুল কালাম আজাদ প্রমুখ।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালিত হয়। ফায়ার সার্ভিস মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।

ইএইচ