মহেশপুরে বিএনপির মানববন্ধন: অপপ্রচারের প্রতিবাদ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০১:০৬ পিএম
মহেশপুরে বিএনপির মানববন্ধন: অপপ্রচারের প্রতিবাদ

ঝিনাইদহের মহেশপুরে বিএনপির নেতাকর্মীদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলার ভৈরবা বাজারে বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন¬- ইউনিয়ন বিএনপির সভাপতি সোজানুর রহমান সোজা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, গত রোববার কুল্লাপাড়া গ্রামের জামায়াত ইসলামী মহিলা কর্মীদের উঠান বৈঠক চলাকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে।

মানববন্ধন থেকে বক্তারা দাবি করেন, এই ঘটনার সাথে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই।

ইএইচ