টাঙ্গাইলের নাগরপুরে ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের উদ্যোগে নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সূচনা স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ, উপ-সহকারী প্রকৌশলী মো. মামুনসহ অন্যান্য কর্মকর্তারা।
ইএইচ