কল রেকর্ড এডিট করে হাতীবান্ধা থানার ওসিকে ফাঁসানোর অপচেষ্টা

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৩:৪৭ পিএম
কল রেকর্ড এডিট করে হাতীবান্ধা থানার ওসিকে ফাঁসানোর অপচেষ্টা

লালমনিরহাটের হাতীবান্ধায় মামলার বাদী ও আসামির কল রেকর্ড নিয়ে বিতর্কের মুখে পড়েছেন হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী।

গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এডিট করা কল রেকর্ড ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে দাবি করছেন, এটি এডিট করে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে ওসিকে ফাঁসানোর জন্য।

সূত্রে জানা যায়, গত ৩ মার্চ সিন্দুর্না ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেনের নাম মামলা থেকে বাদ দেওয়ার জন্য মামলার বাদী আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করেন মামলার এক আসামির ছেলে মাহফুজুর রহমান বিপ্লব। ওই ফোনালাপে বিপ্লব মামলার বাদীকে টাকা দিয়ে আসামির নাম বাদ দেওয়ার অনুরোধ জানান। তবে, বাদী আব্দুর রহিম তাতে রাজি হননি।

কিন্তু পরবর্তীতে ওই কল রেকর্ডটি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এবং অভিযোগ করা হয় যে, ওসি মাহমুদুন নবী ঘুষ ছাড়া কিছু বোঝেন না। অথচ ওই কথোপকথনে ওসির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

মামলার বাদী আব্দুর রহিম এডিট করা কল রেকর্ডের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, "ওই কল রেকর্ডটি ছিল আমার এবং আসামি পক্ষের মধ্যে। এখানে ওসি আসবে কেন? ওসিকে ফাঁসানোর চেষ্টা কেন হচ্ছে? ওসি তো আমার কাছে কোনো টাকা চাননি।"

তিনি আরও বলেন, "এটি একটি ষড়যন্ত্র, যাতে মামলার মূল আসামিদের রক্ষা করা যায়।"
রাজনৈতিক প্রতিক্রিয়া

স্থানীয় বিএনপি নেতা জয়নাল আবেদীন এ প্রসঙ্গে বলেন, "সামাজিক মাধ্যমে ওসিকে জড়িয়ে একটি কল রেকর্ড ছড়ানো হয়েছে। বাহিরে কে কি বললো, সেটা বিচার্য বিষয় নয়। প্রকৃতপক্ষে ওসি এতে জড়িত কি না, সেটাই তদন্তের বিষয়।"

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী এই অভিযোগ অস্বীকার করে বলেন, "অন্য কারো কথোপকথনে কি বলা হলো, তাতে আমার দোষ কোথায়? যদি কেউ প্রমাণ দিতে পারে যে আমি টাকা নিয়েছি, তবে তা প্রকাশ করুক। মিথ্যা তথ্য ছড়ানো কাম্য নয়।"

তিনি আরও জানান, "এ বিষয়ে আমি থানায় একটি জিডি করেছি এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

ইএইচ