মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের প্রতিবাদে গাজীপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৫:২৭ পিএম
মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের প্রতিবাদে গাজীপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল

মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা মহিলা দলের উদ্যোগে আজ বেলা ১১টায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি গাজীপুর শহরের রাজবাড়ী রোডের জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এই কর্মসূচিতে জেলা মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দও অংশ নেন।

জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌস ও সাধারণ সম্পাদক গুল নাহারের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

বক্তারা মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শিশুর প্রতি এমন বর্বর আচরণ সমাজের অবক্ষয়ের চরম উদাহরণ। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সমাবেশে জান্নাতুল ফেরদৌস বলেন, একটি শিশুর ওপর এমন পাশবিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে, দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। গুলনাহার বলেন, আমরা এ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য আন্দোলন চালিয়ে যাব। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সমাবেশে অংশগ্রহণকারীরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। তারা আরও বলেন, শিশুরা সমাজের ভবিষ্যৎ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।

কর্মসূচি শেষে নেতাকর্মীরাৃ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন,  দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষোভ শেষে মহিলা দল নেতারা জানান, আমরা শিশু আসবয়ার প্রতি নৃশংস আচরণের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরএস