গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন চন্দ্রা স্পিনিং মিল লিমিটেড কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দু`পাশে তীব্র যানজট সৃষ্টি হয়, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
সোমবার (১০ মার্চ) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত চন্দ্রা-নবীনগর মহাসড়কের পশ্চিম চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম চন্দ্রা এলাকায় চন্দ্রা স্পিনিং মিলের শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল থেকেই কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছিলেন। মালিক পক্ষ শ্রমিকদের বকেয়া বেতন প্রদানের কোনো আশ্বাস না দেওয়ায় শ্রমিকরা দুপুর ২টায় চন্দ্রা নবীনগর মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে আন্দোলন শুরু করেন।
শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও স্থানীয় পথচারীরা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন, বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
চন্দ্রা স্পিনিং মিলে কর্মরত হেলপার হামিদা বেগম বলেন, আমি ও আমার দুই মেয়ে এই কারখানায় কাজ করি। আমার স্বামী হাসপাতালে ভর্তি রয়েছেন, তার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। কিন্তু আমরা তিন মাস ধরে বেতন পাচ্ছি না। বাধ্য হয়ে আমরা মহাসড়ক অবরোধ করেছি।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে রাখে। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আরএস