চৌগাছায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও ফায়ার সার্ভিসের যৌথ আয়োজনে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১০টায় উপজেলা পরিষদ হলরুমে (সভাকক্ষে) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও মহড়া আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা ওয়াহিদুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শাহাদাত হোসেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা মাহমুদা প্রমুখ।
মহড়া কার্যক্রম পরিচালনা করেন ফায়ার সার্ভিসের চৌগাছা স্টেশনের সদস্যরা। এতে উপজেলা পরিষদ লাইসিয়াম স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
আরএস