অভয়নগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

১৫ মিনিটেই শেষ র‌্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠান

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৯:০৯ পিএম
১৫ মিনিটেই শেষ র‌্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠান

সারা দেশের ন্যায় যশোরের অভয়নগরে সোমবার (১০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের এবারের আয়োজন ছিল মাত্র ১৫ মিনিটের। যা দেখে উপস্থিত দর্শনার্থীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।

উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার জন্য অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে হয়েছে বলে জানিয়েছেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুশফিকুর রহমান।  

উপস্থিত দর্শনার্থীরা বলেন, দিবস উপলক্ষে সোমবার সকাল ১১ টা ১০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনিক ভবনের সামনে র‌্যালির জন্য দাঁড়িয়ে ফটোতোলা হয়। এরপর একই ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারপর ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণে অগ্নিকাণ্ড- বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক মহড়া তড়িঘড়ি শেষ করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠান সকাল ১১ টা ১০ মিনিটে শুরু হয়ে ১১ টা ২৫ মিনিটের মধ্যেই শেষ করা হয়। এমনকি অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীও কোনো বক্তব্য রাখেননি।
 

মাধ্যমিক স্কুলের লামিয়া, আরিফ, তন্নিসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, এবারের দুর্যোগ প্রস্তুতি দিবস দেখে কিছুই শিখতে পারিনি। ১৫ মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করা হয়েছে। প্রতি বছর আমাদের মত ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকলেও এবার আমাদেরকে বঞ্চিত হয়েছি।  

এ ব্যাপারে অনুষ্ঠানের সভাপতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুশফিকুর রহমান বলেন, ‘উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে হয়েছে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রমুখ।

আরএস