টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা মৌজায় পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের কারখানায় পরিবেশ দূষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার উপজেলার আশ্রা দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত পোল্ট্রি হ্যাচারিটি আনারস ক্ষেতের মাঝে উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করছিল। এতে তীব্র দুর্গন্ধ ছড়ানো, দূষিত বাতাসের সৃষ্টি এবং মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। পার্শ্ববর্তী এলাকার মানুষজন বিভিন্ন অসুখ-বিসুখে আক্রান্ত হচ্ছিলেন বলে অভিযোগ ওঠে।
অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করে মোবাইল কোর্ট।
পরিবেশ সংরক্ষণ আইনে পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, অবিলম্বে সঠিক নিয়মে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
অভিযানে মধুপুর সেনা ক্যাম্পের একটি চৌকস দল ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলীর নেতৃত্বে সহায়তা করে।
ইএইচ