ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর রোকন ও নারী নেত্রী হাসিনা খাতুন এবং তার কর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতার ছেলে সোহেল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতের দিকে উপজেলার ভৈরবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছেলে।
মহেশপুর থানার পরিদর্শক সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘গত ৯ মার্চ কুল্লাপাড়া গ্রামে জামায়াতের কর্মীসভায় নারী নেত্রীসহ বেশ কয়েকজনের ওপর হামলা করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর রোকন হাসিনা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সোহেল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
ইএইচ