মান্দায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০২:০২ পিএম
মান্দায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাসহ মাগুরায় ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নওগাঁর মান্দা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় নওগাঁ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন।

প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষার্থী জাকারিয়া এবং পরিচালনা করেন মিজানুর রহমান।

বক্তব্য দেন- শিক্ষার্থী তানিয়া, বর্ষা, শামিমা, জাকারিয়া, মিজানুর, জাহিদ হাসান ও সোহান প্রমুখ।

বক্তারা বলেন, দেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধের কোনো স্থান নেই। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করাই একমাত্র দাবি। শিশুকন্যা আছিয়ার ধর্ষণকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তারা আরও বলেন, ধর্ষণের শাস্তি প্রকাশ্যে ফাঁসি দিতে হবে এবং প্রতিটি ধর্ষণ মামলার বিচার ৯০ কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে, যেন আর কোনো মা, মেয়ে বা বোন এমন নির্মম ঘটনার শিকার না হয়।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং গণস্বাক্ষর করে মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ইএইচ