ম্যাটস শিক্ষার্থীদের চিকিৎসক পদবি ব্যবহারের দাবির প্রতিবাদে টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা শাটডাউন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার সকাল থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ চত্বর থেকে শুরু করে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা বিক্ষোভ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ম্যাটস শিক্ষার্থীরা চিকিৎসক পদবি ব্যবহারের দাবি জানিয়ে আসছে, যা অযৌক্তিক ও স্বাস্থ্য খাতের জন্য হুমকিস্বরূপ। তাদের মতে, এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে চিকিৎসা শিক্ষা সম্পন্ন করলেও ম্যাটস শিক্ষার্থীরা তুলনামূলক স্বল্প শিক্ষাগত যোগ্যতা নিয়েই চিকিৎসক পরিচয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এই অবস্থার অবসান ঘটাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বিক্ষোভকারীরা আরও বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার টেকসই উন্নতির জন্য সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পরিবর্তন আনতে হবে। চিকিৎসক স্বীকৃতি প্রদান শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখার দাবি জানিয়ে তারা বলেন, তাদের ৫ দফা দাবি বাস্তবায়ন হলে স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং রোগীসহ সাধারণ মানুষ উপকৃত হবে।
শিক্ষার্থীদের ৫ দফা দাবি-
১. চিকিৎসক স্বীকৃতি সংরক্ষণ: এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ চিকিৎসক পদবি ব্যবহার করতে পারবে না। বিএমডিসি শুধুমাত্র এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীদের নিবন্ধন দেবে এবং এই সংক্রান্ত সব রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।
২. ওষুধ ব্যবস্থাপনা সংক্রান্ত বিধিনিষেধ: উন্নত বিশ্বের আদলে ওভার দ্য কাউন্টার (ওটিসি) ওষুধের তালিকা হালনাগাদ করতে হবে। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকদের বাইরে কেউ ওটিসি তালিকার বাইরের ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না।
৩. চিকিৎসক নিয়োগ বৃদ্ধি: স্বাস্থ্য খাতে চিকিৎসকের ঘাটতি কমাতে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিতে হবে এবং প্রতিবছর ৪-৫ হাজার চিকিৎসক নিয়োগ নিশ্চিত করতে হবে।
৪. মানহীন মেডিকেল কলেজ ও ম্যাটস বন্ধ: সব মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এবং ম্যাটস বন্ধ করতে হবে। ম্যাটস পাস শিক্ষার্থীদের "উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো)" পদবি বাতিল করে তাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিতে হবে।
৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন: চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
সারা দেশের মেডিকেল কলেজগুলোর আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই শাটডাউন কর্মসূচি পালন করেন।
ইএইচ