ধর্ষকদের বিচারের দাবীতে বরিশাল মহিলাদলের বিক্ষোভ

বরিশাল ব্যুরো: প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৩:২৯ পিএম
ধর্ষকদের বিচারের দাবীতে বরিশাল মহিলাদলের বিক্ষোভ

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বরিশালজুড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর মহিলা দল ও সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ধর্ষকদের বিচার দ্রুত সময়ে কার্যকরের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময়ে তাদের সাথে একই প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেন বরিশাল সিটি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা ইয়াসমিন তিথির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন— মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক,সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্ন-আহবায়ক আফরোজা খানম নাছরিন, মহানগর মহিলা দলের সম্পাদক পাপিয়া পারভীন সহ অন্যরা।

পৃথক মানববন্ধন গুলোতে বক্তারা বলেন, দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে ধর্ষণ, খুন, রাহাজানি বৃদ্ধি পেয়েছে। আছিয়ার ধর্ষণকারীকে দ্রুত আইনের আওতা এনে বিচারের দাবি করতে হবে।

এছাড়া চলমান অস্থিতিশীল পরিবেশ রোধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

বিআরইউ