ভাঙ্গুড়ায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বিষয়ে পরিকল্পনা সভা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৫:৪১ পিএম
ভাঙ্গুড়ায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বিষয়ে পরিকল্পনা সভা

পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসা. হালিমা খানম লিমা।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলী, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মো. উজ্জ্বল হোসেন, ইপিআই আব্দুল করিম ও স্বাস্থ্য পরিদর্শক মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

ডা. লিমা বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ করে। শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। হাম জনিত মৃত্যুর হার ৫০ ভাগ হ্রাস করে। ডায়রিয়া জনিত মৃত্যুহার ৩৩ ভাগ হ্রাস করে।

আগামী ১৫ ই মার্চ ২০২৫ তারিখে এ উপজেলার ছয়টি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ২৭২ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। একই ভাবে ১২ মাস থেকে ৫ বছর বয়সী ১৪ হাজার ৯৮৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বিআরইউ