বরিশালে তিন্নি আক্তার হত্যাকাণ্ডে সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ৭নং ওয়ার্ডের বাসিন্দারা ও উত্তর কাউনিয়া ব্রাঞ্চ রোর্ডের বাসিন্দারা এক হয়ে প্রথমে মানববন্ধন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের সামনে এসে শেষ করেন।
এছাড়াও উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বরিশাল শাখার নেতৃবৃন্দরা।
নিহত তিন্নির বাবা হারুন আর রশিদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন, মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা ইয়াসমিন তিথি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার আহ্বায়ক ডা. মনীষা চক্রবর্তী, মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সম্পাদক সুজন আহমেদ, ৭নং ওয়ার্ড মহিলা দলের সিনিয়র সভাপতি জেবুরনেছা শিকদার মনি, নিহত তিন্নির মা মরজিনা বেগম, রাজ্জাক হাওলাদার, বরিশাল মহিলা ফোরামের সভাপতি মাফিয়া বেগম, মঈন হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, তিন্নি আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকাণ্ডে সাথে সকল জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাই।
বিআরইউ